চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ মোহমেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে খন্দকার এমএ হেলাল সিআইপিকে চেয়ারম্যান, মোহাম্মদ শিবলী নোমান রিফাতকে প্রধান সমন্বয়ক, মোহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি, আবু মোহাম্মদ হুজাইফা আদেশকে সাধারণ সম্পাদক, জামশেদ আহমেদ কবিরকে অতিরিক্ত সাধারণ সম্পাদক ও রায়হান উদ্দিন তানিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে এ কমিটি।
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মো. শাহাবুদ্দীন শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি দিতে বলা হয়। এছাড়া চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থাকে ক্লাবের কার্যক্রমে সহযোগিতা করতে বলা হয়।
Leave a Reply