নিজস্ব প্রতিবেদক::
চন্দনাইশের বরমা শম্ভু-লক্ষ্মী ট্রাস্টের উদ্যোগে এবং ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুইন সোপ এন্ড ক্যামিকেল ইন্ডাস্ট্রিজের এমডি রুবেল দেবের সৌজন্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরমা ও নিকটস্থ গ্রাম মাইগাতা, বাতাজুরি, বাইনজুরি ও ধামাইরকুলের দুস্থদের মধ্যে বস্ত্র (শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী ইত্যাদি) বিতরণ করা হয়। দশমী অর্থাৎ ২ অক্টোবর বৃহষ্পতিবার দুপুরে বিভিন্ন মণ্ডপে গিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে দুস্থদের হাতে এ উপহার হস্তান্তর করেন ট্রাস্টের নেতৃবৃন্দ। বরমা শম্ভু-লক্ষ্মী ট্রাস্টের ট্রাস্টি উপদেষ্টা শ্রীমতি লক্ষ্মী দেব বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এতে প্রধান অতিথি চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বরমা ইউনিয়ন পরিষদের প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান রুবেল দেব, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও সদস্য মধুসুদন দত্ত, সাবেক ইউপি সদস্য বাবলা দেওয়ানজী, দেবাশীষ ভট্টাচার্য্য, ট্রাস্টের উপদেষ্টা অমর দেব, রাজীব আচার্য্য, দেবাশীষ ধর, বরমা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সদস্য সাগর ধর, অসীম বনিক প্রমুখ।
উল্লেখিত এলাকা সমুহের শতাধিক দুস্থ লোককে শম্ভু-লক্ষ্মী ট্রাস্টের উপহারের বস্ত্র প্রদান করা হয়।
প্রধান অতিথি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, নিজেদের আয় ও সম্পদে প্রতিবেশী দুস্থ, গরীব-দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রয়েছে। তাই, তাদের মৌলিক অধিকার পূরণে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসা উচিত।
Leave a Reply