সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশের বরকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও ইউপি সদস্যদের সাথে প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত ব্যক্তিদের সনাক্তকরণ ও জরিপ বিষয়ক পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়েজিত তথ্য সংগ্রহকারীদের এক সভা অনুষ্ঠিত হয়। ৪ নম্বর বরকল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৪ সেপ্টেম্বর বৃহষ্পতিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বরকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপ ভট্টাচার্য্য।
এ আলোচনায় অংশ নেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা পলাশ পাল, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর ও আয়েশা আক্তার আজাদী, ইউপি সদস্য মোহাম্মদ সাইফুদ্দীন, মো. কামাল উদ্দীন হেলাল ও মো. হাবীবুর রহমান, লেখক-সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, উন্নয়নকর্মী মো. মাহমুদুল হক, সহকারী উদ্যোক্তা আজিজুল হক এবং প্রকল্পে নিয়োজিত তথ্য সংগ্রহকারী জায়েদ হাসান আশিক ও মো. সাইফ হাসান শাওন।
সভায় আলোচনা হয় যে- জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ-যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধ্বস, জলোচ্ছ্বাস ইত্যাদি কারণে বাংলাদেশে বাস্তুচ্যুত জনগণের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ ধরণের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি (internal displacement) মোকাবিলায় পরিকল্পিত নীতিমালা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ একান্ত প্রয়োজন।
এই প্রেক্ষাপটে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর উদ্যোগে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ গবেষণাধর্মী ট্রাস্ট প্রতিষ্ঠান 'সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস' (CEGIS) কর্তৃক একটি গবেষণা প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এই গবেষণার অংশ হিসেবে সারা দেশের সকল ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা নিরুপণ করার জন্য সমীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। এক্ষেত্রে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন এলাকায় সরকার কর্তৃক নিযুক্ত কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উত্তরদাতা হিসেবে অংশগ্রহণ করছেন। সমীক্ষা কার্যক্রমটি ১ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালিত হবে। দেশের ৮টি বিভাগের ১৪ জেলায় মোট ২২ টি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে যেখানে সমগ্র দেশ থেকে মোট ১২৫০ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করছেনন।
এ সব সভা, মিটিং, বৈঠক, মতবিনিময়, তথ্যানুসন্ধানের মাধ্যমে দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তুচ্যুত মানুষের সঠিক সংখ্যা নিরূপণ বিষয়ক সমীক্ষা চলমান রয়েছে।