সৈয়দ শিবলী ছাদেক কফিল: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ২৮ মে তৈরী হওয়া এ বাজেট অনলাইনে গত ৩০ জুন প্রকাশ হলেও ৩১ জুলাই বিষুদবার আনুষ্ঠানিকভাবে পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন ২২ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার ৮০০ টাকার এ বাজেট ঘোষণা করেন।
চন্দনাইশ পৌরসভা চন্দনাইশ উপজেলার প্রথম পৌরসভা। এ চন্দনাইশ পৌরসভার এটি ২৩তম বাজেট। বিলুপ্ত ৪ নম্বর হারলা ইউনিয়ন সম্পূর্ণ এবং হাশিমপুর ও জোয়ারা ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে ২০০২ সালের ২৫ আগস্ট গঠিত চন্দনাইশ পৌরসভার প্রথম প্রশাসক ছিলেন তৎকালীন ইউএনও মো. ফারুক হোসেন। দ্বিতীয় প্রশাসক ও তৎকালীন ইউএনও মো. এ কে এস মাহবুবুর রহমান ২০০৩ সালে ২০০৩-০৪ অর্থ বছরের এ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা করেন। তৃতীয় ও নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে গঠিত প্রথম পৌরপরিষদের প্রথম বাজেট ঘোষণা করেন ২০০৫ সালে (২০০৫-০৬ অর্থ বছরের) তৎকালীন পৌরসভা চেয়ারম্যান (২০০৮ সাল থেকে পৌর মেয়র) আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব কুতুবী। ২৩ তম বা সর্বশেষ বাজেট ঘোষিত হয় ৩১ জুলাই ২০২৫, বিষুদবার। ঘোষিত এ বাজেটের রাজস্ব খাতে ৪ কোটি ৪৮ লক্ষ ৮৫ হাজার এবং উন্নয়ন খাতে ১৭ কোটি ৬৮ লক্ষ ১২ হাজার আটশত টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার, কাউন্সিলরের দায়িত্ব পালনকারী কর্মকর্তা- উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দীন, সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ, হিসাবরক্ষন কর্মকর্তা মো. আরিফ মঈন উদ্দীন চৌধুরী প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন বিএনপি নেতা মাহমুদুর রহমান, জামায়াত নেতা কাজী কুতুবউদ্দীন, এলডিপি নেতা আলহাজ্ব আবদুল মাবুদ, বিএনপি নেতা সেলিম উদ্দীন, এলডিপি নেতা ইঞ্চিনিয়ার মো. জমির হোসেন, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, কর্মরত সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।