আজ ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ পৌরসভায় এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


 

 

সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ পৌরসভায় ২৬ অক্টোবর রোববার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ র‍্যালী, আলোচনা সভা, কেক আস্বাদন, চাটগাঁইয়া মেজবান ইত্যাদি।

রোববার বিকেলে উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালী সহকারে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গাছবাড়িয়া খাঁন হাটস্থ ওয়ান আজিজ সেন্টার মাঠে গিয়ে শেষ হয়। এর পরপরই আলোচনা সভা, কেক কাটা ও আস্বাদন, মেজবান ইত্যাদি ধারাবাহিকভাবে সম্পন্ন হয়।
চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব এম. ইয়াকুব আলী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির শিল্প ও বানিজ্য সম্পাদক লায়ন আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, যুগ্ম সম্পাদক মো. মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, এলডিপি নেতা সিরাজুল ইসলাম, অরূপ রতন চক্রবর্তী, সাবেক পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর খোরশেদ আলম সবুজ, জহির হোসেন, ব্যাংকার আমিনুল ইসলাম।
অন্যদের বক্তব্য রাখেন ৮ ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. সামশুল ইসলাম, সেক্রেটারি আবদুল হামিদ, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মান্নান, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের শাহাদাত হোসেন মুন্না, মোহাম্মদ আরমান, মোহাম্মদ মাসুদ, মোজাম্মেল হক, নজরুল ইসলাম, মো. মোস্তাক, গণতান্ত্রিক ছাত্রদলের নাজিম উদদীন, রবিউল করিম রবি, কাজী রয়েল, মোহাম্মদ তারেক, কৃষকদলের এনামুল হক, আমান প্রমুখ।
বক্তারা বলেন- চট্টগ্রামের সিংহপুরুষ ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ​২০০৬ সালের ২৬ অক্টোবর জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি- সন্ত্রাস ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করেছিলেন। তা আজ দুই দশকে পাড়ি দিচ্ছে। প্রগতির এ পথচলায় দেশের সাধারণ জনগণ এলডিপির সাথে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘসময় এলডিপি আন্দোলন- সংগ্রাম করে বহু হামলা, মামলা ও ষড়যন্ত্রের শিকার হয়েছিল। জুলাই বিপ্লবেও এলডিপির গুরুত্বপূর্ণ অবদান ছিল। বিএনপির নেতৃত্বাধীন জোটে ছিল, ক্ষমতার অসম্ভব লোভে এই জোট থেকে কোন কোন দল বের হয়ে গেলেও এলডিপি এখনো আছে। এই জোট এলডিপি মনোনীত প্রার্থীকেই সমর্থন দিবে। এতে কোন সন্দেহ বা সংশয় নেই।
বক্তারা এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চন্দনাইশের জনগণসহ দেশবাসী অভিনন্দন জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর