সৈয়দ শিবলী ছাদেক কফিল: পাকিস্তানের ঐতিহ্যবাহী সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন-পীর, আওলাদে রাসুল (স.) হযরত আল্লামা সৈয়্যদ মুহাম্মাদ সাবির শাহ (মা.জি.আ) বলেছেন, ইসলামকে সুদৃঢ় করতে নিজের আত্মার সঙ্গে জিহাদ করতে হবে। এর জন্য দরকার সিলসিলা। নফসের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে বড় পরীক্ষা। এ পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। বড় জিহাদ মোকাবিলায় আমাদের প্রস্তুতির বড় অংশ হচ্ছে তাওবার মাধ্যমে আল্লাহ রাববুল আলামীনের কাছে গুনাহ মাফ চাওয়া। ১৮ সেপ্টেম্বর;বৃহস্পতিবার রাতে মাদরাসা প্রাঙ্গনে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া আলিম মাদরাসার ৩৭তম সালানা জলসা ও ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিলে তিনি এ কথা বলেন।
সালানা জলসা ও ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে সকাল থেকে খতমে কোরআন, খতমে গাউসিয়া, পুরষ্কার বিতরণ, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদে মাগরিব চামুদরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা বায়াত ও পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া আলিম মাদরাসা মাঠে এশার নামাজ আদায় করে পুরুষদের বায়াত করান তিনি। সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে আরো উপস্থিত ছিলেন পাকিস্তান থেকে আগত মেহমানে আ'লা আওলাদে রাসূল (দ.) শাহজাদা সৈয়্যদ মুহামম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ), শাহজাদা সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ (মা.জি.আ)।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও আন্জুমানের ফিন্যান্স সেক্রেটারি আলহাজ্ব কমর উদ্দীন সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন আনজুমান-গাউসিয়া কমিটির মুখপাত্র পেয়ার মোহাম্মদ কমিশনার, সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন, মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী, এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, দক্ষিণ জেলা নেতা হাবিবুল্লাহ মাস্টার, আবদুল গফুর খান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, অধ্যক্ষ শাহ্ খলিলুর রহমান নিজামী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহীম বাদশা, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, মাওলানা ফেরদৌসুল আলম খান, মাওলানা গিয়াস উদ্দিন আল-কাদেরী, উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সেক্রেটারি মোজাম্মেল হক তালুকদার, অধ্যক্ষ আবদুল মান্নান, অধ্যক্ষ আবু তালেব বেলাল, অধ্যাপক মোরশেদুল আলম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোর্শেদুল হক, মাওলানা মামুন উদ্দীন সিদ্দিকী, এডভোকেট জি এম শাহাদাত হোসেন মানিক, সাঈদ ইবনে খাইর, রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।
এ মাহফিল উপলক্ষ্যে আশপাশের কয়েকটি গ্রামে দুই দিন আগে থেকে উৎসবের আনন্দ বয়ে যায়। ধর্মপ্রাণ হাজার হাজার মানুষের উপস্থিতিতে মাঠ ও সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কোথাও তীল ধারণের ঠাই ছিল না। পুরুষের উপস্থিতি ছাড়াও চামুদারিয়া উচ্চ বিদ্যালয় বিপুল সংখ্যক মহিলা উপস্থিত হয়ে হুজুরের নিকট বায়াত গ্রহণ করেন।