নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ পৌরএলাকা পশ্চিম হারলা ও শুচিয়াস্থ শ্রী শ্রী লোকনাথ-রামঠাকুর সেবাশ্রমে শিবকল্পতরু মহাযোগী শ্রীশ্রী বাবা লোকনাথের ২৯৫ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে বিশ্বশান্তি কামনায় ব্রহ্মযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার এ অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানমালা পরিচালনা করেন শ্রীশ্রী লোকনাথ- রামঠাকুর সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীশ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ।
কর্মসূচির মধ্যে ছিল ভোর ৫ টায় বাবার নগর কীর্ত্তন,
সকাল ৯ টায় চণ্ডীপাঠ ও পাঁচালী পাঠ, সকাল ১০ টা হতে বিশ্বশান্তি কামনায় ব্রহ্মযজ্ঞ। দুপুর ১ টায় প্রসাদ বিতরণ বিকাল ৪ টায় বাবার জন্মদিনের কেক কাটা অনুষ্ঠান। পাঠ করেন চণ্ডীপুত্র বাবলানন্দ ভাই ও মিশন দত্ত (সপু)।
এ শুভানুষ্ঠানে বহু সাধু সন্যাসী অংশগ্রহণ করেন। প্রতিটি পর্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে।
Leave a Reply