চন্দনাইশ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার এর যোগদান


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন গোলাম সারোয়ার। মঙ্গলবার (৮ জুলাই) রাতে নতুন কর্মস্থলে যোগদান করে থানার সেকেন্ড অফিসার রাকিব হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম সারোয়ার পূর্বে কিশোরগঞ্জ ও নীলফামারী জেলায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি (তদন্ত) হিসেবে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছিলেন। ইন্সপেক্টর গোলাম সারোয়ার ২০০৫ সালে ব্যাচে বাংলাদেশ পুলিশ বাহিনী (সাব- ইন্সপেক্টর) পদে যোগদান করেন। ২০১৮ সালে ইন্সপেক্টর হিসেবে তিনি পদোন্নতি পান।

তিনি বিভিন্ন থানায় অত্যন্ত সুনাম, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ইন্সপেক্টর গোলাম সারোয়ার নরসিংদী জেলার জন্মগ্রহণ করেন। তিনি ব্যক্তিগত জীবনে ৩ কন্যা সন্তানের জনক।

চন্দনাইশ থানার নবাগত ওসি গোলাম সারোয়ার বলেন, আমি চন্দনাইশ থানায় নতুন যোগদান করেছি। যতদিন ওই দায়িত্বে থাকবো ততদিন সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, ইনশাআল্লাহ্।

তিনি মিশন বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।


Related posts

নাইক্ষ্যংছড়ি’র বাইশারীতে বিএনপির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত

Chatgarsangbad.net

পটিয়ায় ২দিনে ৪টি দূর্ধষ চুরি

Mohammad Mustafa Kamal Nejami

কাউন্সিলর জাহাঙ্গীর আলমের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ

Chatgarsangbad.net

Leave a Comment