আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসায় ফাতেহায়ে এয়াজদাহুম ও দ্বিতীয় সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে এক অভিভাবক সমাবেশ ১১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি- চন্দনাইশ পৌরসভা শাখার সাধারণ সম্পাদক ল ও একাডেমিক এডভাইজরি কাউন্সিল সভাপতি অধ্যাপক মোরশেদুল আলম।
কবি ফজল উশ শিহাবের সভাপতিত্বে ও মাওলানা আক্কাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমানত ছফা- বদরুনন্নেছা মহিলা কলেজ গভর্নিং বডির সদস্য সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, মাদরাসা পরিচালনা পরিষদ ও একাডেমিক এডভাইজরি কাউন্সিল সদস্য মাকসুদুল হক ও অধ্যাপক নুরুল হাসান।
এতে আরো বক্তব্য রাখেন মাওলানা জামাল উদ্দীন কাদেরী, শিক্ষিকা উম্মে সালমা তুহিন, অভিভাবক আইয়ুব রানা।
বক্তাগণ গাউসে পাকের জীবনের নানা দিক তুলে ধরেন এবং শিক্ষার মানোন্নয়নে নানামুখী পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নতির চিত্র ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
খতমে গাউসিয়া, খতমে কুরআন, আলোচনা সভা, ফলাফল প্রকাশ ইত্যাদি মিলাদ মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয়।
Leave a Reply