চন্দনাইশে ১ হাজার ৮শ ৭৫ পিস ইয়াবাসহ এভারগ্রীন এসি বাসের চালক-হেলপার গ্রেপ্তার


চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় ১ হাজার ৮ শত ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এভারগ্রীন এসি বাসের চালক-হেলপার গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল বাজার এলাকার সাতগাছিয়া ভাতঘর এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর গোপন সংবাদে ভিত্তিতে চট্টগ্রাম জেলা ডিবি ও চন্দনাইশ থানা পুলিশ যৌথ অভিযানে কক্সবাজার টু চট্টগ্রামগামী এভারগ্রীন এসি বাসের অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতল বাজার এলাকায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় চট্টগ্রাম জেলা ডিবি ও চন্দনাইশ থানা পুলিশ যৌথভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর উপস্থিত হয়ে এভারগ্রীন এসি বাসের তল্লাশি করার সময় বাসের চালক আসামি মোঃ ফাহিম(২৮) ও হেলপার আসামি মোঃ পারভেজ মোল্লা প্রকাশ তাছিন মোল্লা(২০) আটক করেন। পরবর্তীতে আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করলে বাসের ভিতর হতে ১ হাজার ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক হলেন- এভারগ্রীন এসি বাসের চালক বর্তমানপ ঢাকা ডিএমপি যাত্রাবাড়ি থানার শনির আখড়া (শেখি চৌরাস্তা) স্থায়ী ঠিকানা ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বোরহানগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড পক্ষিয়া মাতবর বাড়ির মোঃ আবুল কালামের ছেলে মোঃ ফাহিম (২৮) ও এভারগ্রীন এসি বাসের হেলপার গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার ১৩নং নিজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড নারিকেল বাড়ি (নিজরা) মোঃ নুরুল ইসলাম মোল্লা এর ছেলে মোঃ পারভেজ মোল্লা প্রকাশ তাছিন মোল্লা(২০)।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় ১ হাজার ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এসি বাসের চালক-হেলপার গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়।


Related posts

হাটহাজারীতে নবনির্বাচিত ১৫৬ ইউপি সদস্যগণের শপথ গ্রহণ

Chatgarsangbad.net

পতেঙ্গা থানা কাটগড় বিট পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে

Chatgarsangbad.net

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ পাঠপঞ্জীর মোড়ক উন্মোচন

Chatgarsangbad.net

Leave a Comment