Hom Sliderচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার ৫নং বরমা ইউনিয়ন পশ্চিম বাইনজুরী মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর নিজ বাড়ির প্রাঙ্গনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে আগত নারী পুরুষ সকলের বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয়, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার চেকআপ করে মেডিকেল ক্যাম্পে অংশ গ্রহনকারী ডাক্তারবৃন্দ রোগীদের পরামর্শ পত্র প্রদান করছেন। ইতোমধ্যে প্রায় তিনশত রোগী চিকিৎসা নিয়েছেন। সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন সহযোগিতা করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প প্রাঙ্গনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মুজিবুল আহসান সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মরহুম মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর সুযোগ্য নাতী গাজী ইসলামাবাদী। মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান হাসানের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মহিউদ্দীন স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ফরিদুল আলম তৌহিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা নওশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম, আমিনুল হক রাশেদ, জিয়াউর রহমান তালুকদার, ইলিয়াছ, জানে আলম, তৌহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান প্রমুখ।


Related posts

দেশপ্রিয় খেলাঘর আসরের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

Chatgarsangbad.net

বেসরকারি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

হাটহাজারীতে ডাকাতের গুলিতে সেনাসদস্য আহত

Saddam Hossain

Leave a Comment