চন্দনাইশে হযরত মৌলানা মনিরুজ্জামান শাহ (র.) বার্ষিক ফাতেহা শরীফ সম্পন্ন


চন্দনাইশ প্রতিনিধিঃ

ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ‍্যে দিয়ে চন্দনাইশ উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া তালুকদার পাড়াস্থ হযরত মৌলানা মনিরুজ্জামান শাহ (র.) বার্ষিক ফাতেহা শরীফ, মরহুম ফয়েজ আহমেদ মতোয়াল্লী ও মরহুমা আমেনা বেগম এবং সকল কবরবাসীদের ঈসালে সওয়াব উপলক্ষ্যে ২৩তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল থেকে খতমে কোরআন ও খতমে গাউছিয়া এবং মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ জামাল উদ্দিন। এতে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ দপ্তর সচিব মুহাম্মদ আব্দুল হাকিম, প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম. আইনুল কবির, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, হাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজল করিম, চন্দনাইশ পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম সবুজ, এলডিপি নেতা শহীদুল ইসলাম বাবুল, নাজিম উদ্দীন মাস্টার, ইসলাম বাবুল, পৌরসভার সহকারী কর আদায়কারী আজম খান, পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর মনিরুজ্জামান মনির, কঞ্জারভেন্সী মেজবাহ উদ্দিন নেজামী, ব্যাংকার মোহাম্মদ ওমর ফারুক, পৌরসভা গণতান্ত্রিক ছাত্রদলের সদস্য সচিব রবিউল করিম রবি, মোহাম্মদ মিজান, মানিক, হারুন সওদাগর, ইফতি, মঞ্জুর জিয়াউদ্দীন বাবলু, চন্দনাইশ পৌরসভার গাউছিয়া কমিটির উপদেষ্টা মাওলানা নুরুল আনোয়ার, জামাল কাদেরী, মোহাম্মদ মিজান, জাগির হোসেন জুয়েল, ইয়াসিন ফরহাদ, হেলাল উদ্দিন পীর প্রমুখ।

প্রধান বক্তা ছিলেন কক্সবাজার হযরত জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আব্দুল আজিজ রজভী (মা.জি.আ), বিশেষ আলোচক ছিলেন বোয়ালখালী হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দীন আনছারী, তালুকদার পাড়া জামে মসজিদ খতিব মাওলানা মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক, পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, হামদ-নাত পরিবেশনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মহিউদ্দীন তানভীর সহ রাজনৈতিক ব‍্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল‍্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করা হয় এবং তবররুক বিতরণের মাধ্যমে ওরশ ফাতেহার অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।


Related posts

চট্টগ্রাম নগর ও জেলায় ২৬ মামলা, গ্রেপ্তার ৬২৭

Md Maruf

চট্টগ্রামের বইমেলা এবার সিআরবিতে

Chatgarsangbad.net

আগাম জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী

Chatgarsangbad.net

Leave a Comment