বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ২ নং ওয়ার্ড সৈয়দ বাড়ি এলাকায় শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভা শাখার উদ্যোগে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
১৭ অক্টোবর (শুক্রবার) সকালে চন্দনাইশ পৌরসভার হক ভাণ্ডারী ফোরকানিয়া মাদ্রাসা ও দায়রা শরীফ প্রাঙ্গনে আলহাজ্ব মো. ইউছুফ ভাণ্ডারীর আয়োজনে এবং সার্জিকেয়ার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার লি: এর ডা. খাজা মোহাম্মদ হোসেন কাউসার রিপনের সার্বিক তত্ত্বাবধানে এ খৎনা ক্যাম্পে ২০ জনকে ফ্রি খৎনা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চন্দনাইশ পৌরসভা শাখার সভাপতি মো. আজম খাঁনের সভাপতিত্বে খৎনা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন, বরকল ২ নং ওয়ার্ড শাখার প্রধান উপদেষ্টা মো. ছগির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা (ক) জোনের সাংগঠনিক সমন্বয়কারী মো. তাইফু সিকদার, মো. আবু নাছের, মো. শহিদুল আলম প্রমূখ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো. নিজাম উদ্দিন কাজেমী, মো. জোনায়েদ হাসান কাজেমী, মো. সিয়াম কাজেমী, মো. আশিক কাজেমীসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাউছুল আজম মাইজভাণ্ডারী মাদ্রাসার ছাত্র মো. আজম খাঁন।
Leave a Reply