চন্দনাইশে সাংবাদিকদের সাথে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীর মতবিনিময়


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইরফানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিমুল ইসলাম ও চন্দনাইশে কর্মরত সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নাসির উদ্দীন বাবলু, নুরুল আলম মাস্টার, মো. দেলোয়ার হোসেন, সৈয়দ শিবলী ছাদেক কফিল, খালেদ রায়হান, জাবের বিন রহমান আরজু, রাশেদ হাসান, মোঃ জাহাঙ্গীর চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ এরশাদ, তোরাব আলী চৌধুরী, ফয়েজুর রহমান, কমরউদ্দীন, আমিনুল ইসলাম রুবেল, শহিদুল ইসলাম, মো. ফয়সাল চৌধুরী, আমিনুল্লাহ টিপু, এস এম ওমর ফারুক, জাহেদুল ইসলাম, আবীর আনোয়ার প্রমুখ।

এ সময় সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন থেকেই চন্দনাইশ ও দোহাজারী হাসপাতালে সকাল সাড়ে ৮টায় আউটডোরে টিকিট দেয়া শুরু হবে। ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করবেন। জরুরি বিভাগে সব ধরনের ঔষধ দেয়া হবে। মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নেতিবাচক ধারণা পরিহার করতে হবে। সরকারি হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে এনে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা রোধ করতে হবে। সেবা প্রার্থীদের কোন অবস্থাতেই নৈরাশ করা যাবে না। হাসপাতালের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। তবে, সাধারণ নাগরিক ও চিকিৎসকের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করতে হবে।


Related posts

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে মাদ্রাসার সালনা জলসা ও দস্তারে ফযিলত সম্পন্ন

Mohammad Mustafa Kamal Nejami

বাঁশখালীর কাতার প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা

Mohammad Mustafa Kamal Nejami

আজ মাস্টার এ কে এম নাজিম উদ্দিন চেয়ারম্যানের ৮ম মৃত্যুবার্ষিকী

Chatgarsangbad.net

Leave a Comment