চন্দনাইশ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানের শীষ প্রতিকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্টের সামনে নোঙ্গর রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। রাজনীতির স্বচ্ছতা ও জনগণের অধিকার আদায়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিএনপির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জাতির পুনর্জাগরণের পথনির্দেশক, যা আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। দফাগুলো কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়; এটি একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এই ৩১ দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশে পরিণত হবে। যেখানে থাকবে উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের নিশ্চয়তা।
তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে প্রার্থী চায়। আশা করি দল আমাকে মূল্যায়ন করে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ প্রদান করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট রফিক উদ্দিন আহমেদ, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বাবুল, সাবেক যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, বিএনপি নেতা মোহাম্মদ হারুন সওদাগর, আকতার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জসিম উদ্দিন হিমেলসহ আরও অনেকে।
স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজের করণীয় কর্মকৌশল তুলে ধরার পাশাপাশি তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।