সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে চন্দনাইশ সদরস্থ নিউ মার্কেটে তিন দিনের ফুড ফেস্টিভ্যাল ও হস্তশিল্প প্রদর্শনী ৯ জুলাই বুধবার শেষ হয়েছে। এ উৎসব চন্দনাইশ সদরস্থ নিউ মার্কেটে ৭ জুলাই সোমবার শুরু হয়। ৯ জুলাই তৃতীয় দিন দু'পর্বের সমাপনী অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ্ব ওমর ফারুক সানি। বিশেষ অতিথি চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব কুতুবী, পৌরসভার এলডিপির সভাপতি ও সামান্তা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আইনুল কবির, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি আলহাজ্ব আকতার আলম, হাশিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আবদুল, গণতান্ত্রিক যুবদল নেতা মো. মোজাম্মেল হক, আবদুল মুবিন মেম্বার, গণতান্ত্রিক শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম বাবুল, যুবদল নেতা আবদুল হামিদ, গণতান্ত্রিক ছাত্রদল নেতা রবিউল হোসেন রবি, মো. সিফাত প্রমুখ।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের কেন্দ্রীয় সেক্রেটারি, এনুমিয়া- আয়েশা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব শফিকুল ইসলাম রাহী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রসেনা- চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উদ্যোক্তা ফাউন্ডেশনের সমন্বয়ক মো. জিয়াউদ্দিন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও আগ্রহী লোকজন উপস্থিত ছিলেন।
প্রারম্ভিক দিনে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ নিউ মার্কেটের ওনার ও চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, ফ্রেন্ডস ফুডসের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল মান্নান। দ্বিতীয় দিন স্টল পরিদর্শন করেন জামায়াতে ইসলামী- চন্দনাইশ উপজেলার আমির মাওলানা মো. কুতুব উদ্দীন ও পৌরসভার আমির কাজী কুতুব উদ্দীন।
চন্দনাইশ ফুড ফেস্টিভ্যাল ও হস্তশিল্প প্রদর্শনী মেলার স্টলসমুহে রুচিসম্মত লোভনীয় খাবারের সমাহার দেখা যায়। এছাড়াও দৃষ্টিনন্দন হস্তশিল্প সামগ্রী দর্শনার্থীদের নজর কাড়ে।
প্রতিদিন সকাল ১০টা থেকে ৯ টা পর্যন্ত ফেস্টিভ্যাল ও প্রদর্শনী চলে। সমাপনী দিনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ সকল স্টলকে পুরষ্কার প্রদান করা হয়।