আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুননির্মিত ঐতিহাসিক বৈঠকখানা আজ উদ্বোধন


 

 

সৈয়দ শিবলী ছাদেক কফিল :

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বৈঠকখানা পুননির্মাণের পর আজ (৩ অক্টোবর ২০২৫, শুক্রবার) উদ্বোধন করা হবে। জুমার নামাজের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসেন এ আবেগ ও স্মৃতিময় বৈঠকখানা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
১৯৮০ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম নবসৃষ্ট চন্দনাইশ থানার হারলা ও আশপাশের জমি বুরো চাষযোগ্য করার জন্য বরুমতি খাল পুনখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনের পর বরুমতি খালের পাড়ে এ স্থানে বসেন। সে সময় নির্মিত বৈঠকখানায় বসেছিলেন। এ স্থানের স্মৃতি ধরে রাখার জন্য এখানে তৈরী করা হয় একটি বৈঠকখানা। দীর্ঘদিন অক্ষত থাকলেও কয়েকবছর আগে লক্ষ্য করা যা, তা ভাঙা। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিময় বৈঠকখানা উদ্যোগ গ্রহণ করেন জেলা বিএনপি নেতা মো. ইখতিয়ার হোসেন ও কয়েকজন বিএনপি নেতা। আর্থিক সাড়া মিলে বিএনপির মজলুম জননেতা ডা. শাহাদাত হোসেনের। পরিকল্পনা অনুযায়ী ইখতিয়ার হোসেন ও অন্যান্যদের প্রচেষ্টায় এ বৈঠকখানা নির্মাণ করা হয়। ৫ লক্ষ টাকা ব্যয়ে বৈঠকখানাটি নির্মাণ করা হয়।
আজ শুক্রবার জুমার নামাজের পর ঐতিহাসিক শহীদ জিয়ার এ বৈঠকখানা উদ্বোধন করবেন চন্দনাইশের কৃতী সন্তান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। উল্লেখ্য, এ বৈঠকখানার অনতিদূরে ডা. শাহাদাত হোসেনের পৈতৃক বাড়ি।
বেসরকারি কারা পরিদর্শক ও কেশুয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা মো. নাসির উদ্দীন জানান, আজ এ বৈঠকখানা উদ্বোধন ছাড়াও সিটি মেয়রের চন্দনাইশে আরো একাধিক কর্মসূচি রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর