চন্দনাইশে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১, আহত ১


বিশেষ প্রতিনিধি:  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া ফিলিং ষ্টেশনের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ১ বাইসাইকেল আরোহী নিহত ও অপর এক বাইসাইকেল আরোহী গুরুতরআহত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী টয়েস এন্টারপ্রাইজ বাস অপর ১টি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ২ বাই সাইকেলকে ধাক্কা দেয়।

এ সময় সাইকেল আরোহী মহিবুল ইসলাম (১৬) ঘটনাস্থলে মারা যায়। অপর সাইকেল আরোহী তুষার (১৮) ঘটনাস্থলে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। দূর্ঘটনার পর পর স্থানীয়রা বাসটি আটক করে ভাংচুর করে এবং মহাসড়ক অবরোধ করে।

খবর পেয়ে চন্দনাইশ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে একদল সেনা সদস্য ও চন্দনাইশ থানা এবং দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত মহিবুল চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড খুনিয়া পাড়ার ফখরুদ্দিন চৌধুরীর ছেলে এবং আহত তুষার একই এলাকার নুরুল আলমের ছেলে।


Related posts

আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য হলেন জসিম উদ্দিন সিআইপি

Chatgarsangbad.net

শোকবার্তা

Chatgarsangbad.net

মেয়েকে ঘুম পাড়িয়ে ফাঁসিতে ঝুললো মা

Chatgarsangbad.net

Leave a Comment