চন্দনাইশে মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত


চন্দনাইশ প্রতিনিধি: স্কুল থেকে বাড়ি ফেরার সময় চট্টগ্রামের চন্দনাইশে মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া সুলতানা লাকি (৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮নং ওয়ার্ডে ৩২নং বেডে ভর্তি রয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে গাছবাড়িয়া টু চন্দনাইশ উপজেলা সড়কে গাছবাড়িয়া দুর্ল্লভ পাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে।

আহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া সুলতানা লাকি (৭) হলো, চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া বানুর বাপের বাড়ি এলাকার ফারুক হোসেনে মেয়ে। সে গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হয়। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘাতক মোটরসাইকেলকে আটক করা যায়নি।

দূর্ঘটনার ব্যাপারে গাছবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল উদ্দিন সত্যতা নিশ্চিত করেন।

চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন বলেন, আমি এই বিষয়ে অবগত নই।


Related posts

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক গৃহিণীর

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রাম নগর বিএনপি নেতাকে ফেরত পাঠালো বিমানবন্দর কর্তৃপক্ষ

Chatgarsangbad.net

ধর্ষণ করে মুক্তিপণ দাবি, ৩ দিন পর শিশু মাহিয়ার মরদেহ উদ্ধার

Chatgarsangbad.net

Leave a Comment