চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জাতীয় ক্রীড়া পরিষদের প্রস্তাবিত “উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ (৩য় পর্যায়) এর লক্ষ্যে জমি অধিগ্রহণ” শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্নের জন্য গঠিত 'সম্ভাব্যতা সমীক্ষা যাচাই কমিটি'র প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার বিভিন্ন জায়গা পরিদর্শন করা হয়।
সম্ভাব্যতা সমীক্ষা যাচাই কমিটির আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন-২) মোহাম্মদ জিয়াউল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা-২) উম্মে ইসরাত এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি সহকারি পরিচালক (পরিকল্পনা) মোহাম্মদ আব্দুল আজিম উপজেলার বিভিন্ন জায়গা সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ ভূমি অফিসের সার্ভেয়ার আবু তাহের প্রমুখ।