সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশে মমতা সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। বরমা ইউনিয়নে-উপজেলা উন্নয়ন মেলায় ম্যারাথন দৌঁড় (কৈশোর), সমমাননা প্রদান স্কুল ও দেয়ালিকা প্রদর্শনী এবং প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৮ জুন শনিবার মৌলভীবাজারস্থ মোস্তফা কনভেনশন সেন্টারে মো. সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালারপুল উচ্চ বিদ্যসলয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ স্কাউটসের চট্টগ্রাম জেলার সহকারী কমিশনার, দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন। স্বাগত বক্তব্য দেন মমতার সহকারী পরিচালক পার্থ সারথী বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মো. জাহেদুল আলম ও পিও তৌফিক চৌধুরী।
প্রবীণ সম্মাননাপ্রাপ্তরা হলেন- প্রবীণ ব্যক্তি: এ এইচ এম সৈয়দ হোসেন, মোখলেছুর রহমান, মো. আব্দুল আজিজ, মো. আমির হোসেন প্রমুখ। যুব সম্মাননাপ্রাপ্তরা হলেন- যো. শাহিদুল ইসলাম, অপু কুমার দেব, হেফাতুল হক, মোঃ ইসমাইল, খাইরা ওয়াহেদ, ঈশিতা দেসহ প্রমুখ। মেন্টর সম্মাননা: মো. সেকান্দর ইসলাম। শ্রেষ্ঠ সন্তান সমমাননা: সাইফুল ইসলাম খান, মো: নোমান উদ্দীন, লায়ন ফরিদুল আলম তৌহিদ। এ ছাড়াও সাংস্কৃতিকে জুয়েল শীল, ক্রীড়ায় শাহেদুল ইসলামকে সম্মাননা দেয়া হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী, মো. শাহ আলম, মো. জসিম উদ্দিন, তৌফিক চৌধুরী প্রমুখ।
চন্দনাইশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতা, প্রদর্শনী স্টল এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তিদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এতে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।