সৈয়দ শিবলী ছাদেক কফিল: বহুল প্রতীক্ষিত চন্দনাইশ উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ধর্ম উপদেষ্টা ড. প্রফেসর আ ফ ম খালিদ হোসেন। ৫ জুলাই শনিবার দুপুরে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কলেজ গেইট সংলগ্ন এলাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, এ মসজিদে একসাথে ১২শত মানুষ নামাজ আদায় করতে পারবে। ব্যবস্থা থাকবে ১৩টি গাড়ি সুবিধা, মৃত ব্যক্তির গোসলের জন্য ডাইস, ১৫০ আসনের কনফারেন্স রূম, ধর্মীয় উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য গেস্ট হাউজ, মহিলা-প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের নামাজের আলাদা ব্যবস্থা, সমৃদ্ধ লাইব্রেরি ও বই বিক্রয়কেন্দ্র।
পুরাতন কলেজ গেইট এলাকায় আরাকান মহাসড়ক সংলগ্ন বহুমুখী এ মসজিদ নির্মাণ করা হচ্ছে। অতি শীঘ্রই নির্মাণ কাজ শুরু করা হবে বলে এবং নির্দিষ্ট সময়ে নির্মাণ কাজ শেষ হবে।
ধর্ম উপদেষ্টা ড. প্রফেসর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সাধারণ মানুষকে মসজিদমুখী করতে হবে। ধর্মীয় মূলবোধ মানব চরিত্রকে উৎকর্ষ করে। ধর্মচর্চায় অপরাধ কমে এবং সমাজ সমৃদ্ধ হয়।
উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব মো. আবদুল আউয়াল হাওলাদার, ইসলামী ফাউন্ডেশনের ডিজি আবদুস ছালাম খান, প্রকল্প পরিচালক মো. শহিদুল আলম, উপ-প্রকল্প পরিচালক ফেরদৌস উজজামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানা অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, জামায়াতের সম্ভাব্য প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, ব্যাংক ম্যানেজার মোরশেদুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দীন, পৌরসভা আমীর কাজী কুতুব উদ্দীন, শিল্পোদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলম, শিল্পোদ্যোক্তা আলহাজ্ব মো. আবদুল মান্নান, এলডিপি নেতা মোজাম্মেল হক, মুহাম্মদ নুরুল আলম, মাস্টার শাহজাহান আজাদ প্রমুখ।
Leave a Reply