চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪০ হাজার ৫শত টাকা


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চার মামলায় ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে মোহাম্মদ রায়হান জুয়েল ও রিফাতুল ইসলামকে প্রতি জনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে ওবাইদুল করিমকে ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন লঙ্ঘনের দায়ে ‘নোঙর রেস্তোরাঁ-২’ কে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।


Related posts

‘নুরুল আবছার চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সা.সম্পাদক হিসেবে দেখতে চাই’

Chatgarsangbad.net

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

Md Maruf

সাতকানিয়ায় সোনাকানিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ ইউপি সদস্যদের অনাস্থা

Md Maruf

Leave a Comment