চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৫ অক্টোবর বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি এবং সম্মেলন কক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী মো. ফরহাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, পরিসংখ্যান কর্মকর্তা আলমগীর হোসেন রুবেল, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক আবু তোরাব চৌধুরী, প্রধান শিক্ষক মো. হাবীব উল্লাহ, শিক্ষিকা রুমা ভট্টাচার্য্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী মো. আবু রাশেদ হাসান, লিটন কান্তি নাথ, শেখ ময়েজ উদ্দিন, প্রণব কুমার ধর, টিটু আচার্য্য, মো. আবু তাহের, ডিজু বড়ুয়া প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী প্রকৌশলী মো. ফরহাদ উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. রাজীব হোসেন বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনক সময় হাত মানুষের মধ্যে রোগ জীবানু স্থানান্তর হওয়ার মাধ্যম হয়ে থাকে। তাই আমাদের এই হাত ধোয়ার গুরুত্ব আছে। আমরা সুস্থ জাতি গঠন করতে চাই। আমরা আমাদের জাতিকে হিরো বানাতে চাই।
যারা আগামীতে জাতি পরিচালনা করবে সেই আগামী প্রজন্মকে সুস্থ রাখতে চাই। তাদের হিরো হিসেবে দেখতে চাই।
Leave a Reply