চন্দনাইশে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা


চন্দনাইশ প্রতিনিধি: ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এই স্লোগানে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) সকাল দশটায় চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন, মেডিকেল অফিসার ডা. শেখ সাদী, ডা. নাজমুল আবেদিন, ডা. তানিয়া সুলতানা, ডেন্টাল সার্জন ডা. আফরোজা আক্তার, হেলথ ইন্সপেক্টর তরুণ কুমার সরকার, নার্সিং সুপারভাইজার তাপসী দাস, এস এস এন জাহানারা বেগম, সিএইচসিপি নাঈম উদ্দিন, সিএইচসিপি মিতুল কান্তি দাস, আয়ুর্বেদিক সজল কান্তি দাস সহ এমটি ইপি আই, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিসংখ্যানবিদ, স্টোরকিপার, সিনিয়র সহকারী নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।


Related posts

স্থানীয় সরকার জোয়ারা, কাঞ্চনাবাদ ও হাশিমপুর ইউনিয়ন পরিষদ এবং চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা পরিদর্শন

Chatgarsangbad.net

দোহাজারী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Chatgarsangbad.net

চন্দনাইশে পুষ্টি সপ্তাহের কার্যক্রম সমাপন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment