চন্দনাইশে বিলে মাছ ধরার সময় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া গ্রামের বিলে মাছ ধরার সময় বিষধর সাপের কামড়ে কৃষক আবদুল মালেক (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে স্থানীয় হাসপাতালে মারা যান তিনি।

মারা যাওয়া আবদুল মালেক (৪৮) উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ফজল করিম সওদাগরের বাড়ির মৃত সফর মুল্লুকের ছেলে। তাঁর স্ত্রী, এক কন্যা ও দুই ছেলে রয়েছে। দুই ছেলে দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। অসহায় পড়েছে কৃষকের পরিবার।

এলাকাবাসী ও স্বজনরা জানান, বুধবার ভোরে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান আবদুল মালেক। সেখানে একটি সাপ আবদুল মালেককে কামড় দেয়। এর পরপরই আবদুল মালেককে পরিবারের লোকজন ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের লোকজন স্থানীয় দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথের মধ্যে অবস্থায় খারাপ হওয়ায় উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া আবদুল মালেকের শ্যালক মোঃ ইউছুফ বিষয়টি নিশ্চিত করেন।


Related posts

বান্দরবনে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় আবারো মুখরিত সমগ্র অঞ্চল

Chatgarsangbad.net

পটিয়া রাহাতআলী উচ্চ বিদ্যালয়ের বিদায় ও নবীন বরন অনুষ্ঠান

Chatgarsangbad.net

ছগীর আহমদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হলো সাতকানিয়ায়

Shahidul Islam

Leave a Comment