চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে বিলুপ্ত প্রজাতির একটি রাজ ধনেশ পাখির বাচ্চা উদ্ধার করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বন বিভাগের দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি সাঙ্গু বিটের কর্মকর্তারা। এ ঘটনায় মোহাম্মদ ইমরান (২৭) নামে এক পাচারকারীকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আদালতের নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ডিপ্লোমেসি চাকমা।
সোমবার (৫ মে) সকালে ধোপাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড মংলার মুখ এলাকা থেকে পাখির বাচ্চাটি উদ্ধার করা হয়। পাচারকারী মোহাম্মদ ইমরান ওই এলাকায় নাছির উদ্দীনের ছেলে।
উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বন বিভাগের দোহাজারী রেঞ্জের রেঞ্জ অফিসার এ. কে. এম ইমরুল কায়েস, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, সাঙ্গু বিটের ফরেস্টার সুদত্ত চাকমা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ও ডিপ্লোমেসি চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক পাচারকারীকে একটি রাজ ধনেশ পাখির বাচ্চা সহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৪ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও পাখির বাচ্চাটি আদেশ অনুযায়ী বনবিভাগের দোহাজারী রেঞ্জে হস্তান্তর করা হয়।
রাজ ধনেশ পাখির বাচ্চাটি রাঙ্গুনিয়া ইকো পার্কে হস্তান্তর করা হয় বলে জানান সাঙ্গু বিটের ফরেস্টার সুদত্ত চাকমা।
Leave a Reply