বিশেষ প্রতিনিধি: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী অবদান রেখেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি ও দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
২১ অক্টোবর (মঙ্গলবার) চন্দনাইশ উপজেলার হাশিমপুর, বাগিচাহাটসহ বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নে প্রচারণা চালান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে- আবদুল মাবুদ মাবু, জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, ইউনুছ গণি বাবুল, জাহাঙ্গীর আলম, আকতার হোসেন চৌধুরী, মামুন আল হিরু, শিবলী নোমান, মো. ইকবাল, মো. ফারুক, মো. হারুন, মো. মাজেদ, মো. লোকমান, আলাউদ্দীন, সেলিম উদ্দীন, তৌহিদুল আলম, নুরুল ইসলাম, আলী আশরাফ চৌধুরী, জাহাঙ্গীর আলম, আবদুস ছবুর, মো. আরমান প্রমূখ।
Leave a Reply