আরফাত হোসেন: চট্টগ্রামের চন্দনাইশের হাশিমপুরে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে হযরত ইমাম হাসান (রাঃ) ও হযরত ইমাম হোসাইন (রাঃ) সুন্নী সংগঠন ও মহল্লাবাসীর উদ্যোগে ২য় তম পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর (শুক্রবার) বাদে মাগরিব থেকে উত্তর হাশিমপুর পশ্চিম ছৈয়দাবাদ দক্ষিণ পাড়া সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকীর সভাপতিত্বে অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মো. মহিউদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, উদ্বোধক ছিলেন ৮নং হাশিমপুর ইউপি সদস্য মো. ফজলুল করিম আইয়ুব, বিশেষ অতিথি ছিলেন মো. আবদুর রহমান, এডভোকেট সোহেল আরমান, তকরির পেশ করেন, জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম আল- কাদেরী, পশ্চিম ছৈয়দাবাদ গাউসুল আজম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ তওফিক ইলাহী কাদেরী।
অনন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ হোসাইন কাদেরী, নাতে মোস্তফা পরিবেশন করেন, হাফেজ মাওলানা সোহেল উদ্দিন, মাওলানা আনোয়ারুল ইসলাম। মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, আহবায়ক আহমদ নবী, সদস্য সচিব মো. তানভির, সদস্য যথাক্রমে, মো. হৃদয়, মো. ইসমাইল, রাফি, হাসান, হানিফ, জুয়েল, ফারুক, কায়ছার, আদনান, ইরফান, প্রমূখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।