চন্দনাইশে পুষ্টি সপ্তাহের কার্যক্রম সমাপন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা চন্দনাইশে ৩ জুন মঙ্গলবার সমাপ্ত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন”।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা কৃষি অফিসার ও চন্দনাইশ অফিসার্স ক্লাবের সেক্রেটারি আজাদ হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দিন।

২৮ মে- ৩ জুন সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে এ পুষ্টি মেলায় বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় সমাপনী দিনে।

এতে বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। শুধু শিশু নয়, সব বয়সী মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা গড়ে তুলতে হবে। পুষ্টি সপ্তাহের কার্যক্রম স্থানীয় পর্যায়ে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Related posts

চন্দনাইশে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুনের উদ্যোগে ইফতার মাহফিল

Chatgarsangbad.net

নিউজিল্যান্ডের পুলিশ ইউনিফর্মে হিজাব যুক্ত করলো

Chatgarsangbad.net

তারেক রহমান-সালাহউদ্দিনসহ জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা ইঞ্জিনিয়ার সহিদুজ্জামানের

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment