বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া পলিয়া পাড়া এলাকায় পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে ২ বছরের শিশু নুসরাত জাহান তাসনিয়ার মৃত্যু ঘটেছে।
২১ অক্টোবর (মঙ্গলবার) সকালে তাসনিয়া খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়।
বেলা আনুমানিক ১১টার সময় ভাসমান অবস্থায় তাসনিয়ার লাশ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে সাতবাড়িয়া পলিয়া পাড়ার অটোরিকশা চালক মো. ইলিয়াছের মেয়ে বলে জানা যায়।
মঙ্গলবার বাদে যোহর নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সমাজসেবক জসিম উদ্দীন।
Leave a Reply