

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক ও চন্দনাইশ উপজেলার সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরীর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চন্দনাইশ পৌরসভা সদর ও চট্টগ্রাম- ১৪ (সংসদীয় আসন চট্টগ্রাম ১৪ আংশিক সাতকানিয়া) আসনে লিফলেট বিতরণ ও গণসংযোগ ও পথসভা চলছে। সম্প্রতি (২৩ অক্টোবর বৃহষ্পতিবার সকালে) চন্দনাইশ পৌরসভা সদর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন তিনি (আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী)।
চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. মাহামুদুর রহমান মাদুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মো. নুরুল আনোয়ার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক। দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শামসুদ্দিন, সাবেক সিনিয়র সদস্য নুরুল হুদা বাবর, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মহসিন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল কবির, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা আইনুল হুদা চৌধুরী, আবু ছাদেক শিবলু, বাবু খান, ওসমান গণি বাবু, শহীদুল আলম, সিরাজুল মোস্তফা, মো. সেলিম, আবদুস সালাম কোম্পানী, সেলিম উল্লাহ, ফয়েজ, আমিনুল ইসলাম, শহীদুল আলম, হামিদ, নওশা মিয়া, বৈলতলী ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম চৌধুরী, নাছির চৌধুরী, মো. নুরুল্লাহ, অলি হোসেন, মো. সাইফুল ইসলাম, আবদুল মান্নান, রিয়াদ হোসেন, মো. ইসমাইল সওদাগর প্রমুখ।
এ সময় আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী বলেন- ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারে কাজ করছি। সর্বস্তরের জনগণ ৩১ দফা স্বতঃস্ফুর্তভাবে গ্রহণ করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমআধিকার ও প্রকৃৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।
Leave a Reply