আজ ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন


 

সৈয়দ শিবলী ছাদেক কফিল:

দেশের অন্যান্য স্থানের চন্দনাইশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দিবসের কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্ ্যালি, আলোচনা সভা  ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ইত্যাদি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ ফায়ার ব্রিগেড সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কামরুল হাসান ও কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সহকারী আলমগীর হোসেন।
এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, ফায়ার ফাইটার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর