চন্দনাইশ প্রতিনিধিঃ ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে চট্টগ্রামের চন্দনাইশে তিন দিনব্যাপি ভূমি মেলা -২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে (২৫ মে) রোববার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাজিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আজাদ হোসেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো রুই প্রু চাই মারমা, সার্ভেয়ার আবু তাহের, সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজল কুমার শীল, ভূমি উপ- সহকারী কর্মকর্তা সুধীর চন্দ্র দে, জোয়ারা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন উপ-ভূমি সহকারী কর্মকর্তা মংওয়াই সিং মারমা, দোহাজারী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন উপ-ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, অফিস সহকারী রিগ্যান শীল, কম্পিউটার অপারেটর শুভ দাশ, সার্টিফিকেট সহকারী ফাতেমা নার্গিস চৌধুরীসহ সংশ্লিষ্টরা।
এ সময় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে ভূমি অফিস গিয়ে গিয়ে শেষ হয়। এরপর মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ মেলা চলবে ২৫ মে থেকে ২৭ মে তারিখ পর্যন্ত। মেলার স্টলে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।
Leave a Reply