সৈয়দ শিবলী ছাদেক কফিল:
হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চন্দনাইশের বিভিন্ন মণ্ডপে পূজা পরিদর্শন করে পূন্যার্থীদের শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশীব প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম। বরকল, বরমা, চন্দনাইশ, গাছবাড়ীয়া, দোহাজারী, বৈলতলী কাঞ্চনাবাদসহ বিভিন্ন এলাকার পূজা মণ্ডপে গিয়ে তিনি পূজারী, পূণ্যার্থীসহ সনাতন সম্প্রদায়ের সকলের সাথে তিনি শুভেচ্ছা বিনিময়। পূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে ডা. মহসিন জিল্লুর করিমের সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আলহাজ্ব মোক্তার আহমদ, চন্দনাইশ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও বিএনপি নেতা এডভোকেট অঞ্জন প্রসাদ, এডভোকেট সাদ্দাম হোসেন নীরব, মো. জাহাঙ্গীর আলম, লিয়াকত আলী, যুবদল নেতা আব্দুর রহমান, যুবদল নেতা হাসান, মাহমুদুর রহমান, ছাত্রদল নেতা জাহেদ হোসেন প্রমুখ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
তিনি বলেন, সংখ্যালগু বা সংখ্যাগুরু বলতে কিছুই নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ আমাদের ধর্মীয় পরিচয়। আমরা সবাই বাঙ্গালী ও বাংলাদেশী- এটাই আমাদের বড় পরিচয়। আমরা সবাই প্রতিবেশী ও বন্ধু।
Leave a Reply