সৈয়দ শিবলী ছাদেক কফিল: বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির ও সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনে) জামায়াতের একক প্রার্থী মানবিক ডাক্তার খ্যাত বিশিষ্ট চক্ষু সার্জন ডা. শাহাদাৎ হোসেন। এখানে কারো সাথে কোনো সমঝোতা করবে না। তাই যুবকদের জামায়াত মনোনীত প্রার্থী ডা. শাহাদাৎ হোসেনকে জয়যুক্ত করতে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী- চন্দনাইশ উপজেলা যুব বিভাগের এক যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
২৯ আগস্ট শুক্রবার সকালে সুচিয়াস্থ রিলেশন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী- চন্দনাইশ উপজেলা যুব বিভাগের এ যুব সমাবেশে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর- উত্তরের সভাপতি, জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডা: ফখরুদ্দিন মানিক। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কুতুব উদ্দীন ও সঞ্চালনা করেন সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, চন্দনাইশ পৌরসভা জামায়াতের আমির কাজী কুতুবউদ্দিন। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আইয়ুব, জামায়াত নেতা আইয়ুব আলী, ইমরান বকর, অধ্যাপক মোজাফফর আহমদ, যুবনেতা জয়নাল আবেদীন, মো. ইব্রাহিম, শফিকুর রহমান, মাওলানা নাজিম উদ্দীন, আতহার হোসাইন, ইঞ্জিনিয়ার নুরুল কাদের, জসিম উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ শাহেদ, ওয়াহেদ ভুঁইয়া, সাদেক হোসাইন, আবু ইউসুফ মামুন, জামায়াত নেতা রেজাউল হুদা, অ্যাডভোকেট রুকন উদ্দিন, আবদুল খালেক নিজামী, মাস্টার তৌকির, মাস্টার মামুন প্রমুখসহ দক্ষিণ জেলা ও উপজেলার বিভিন্ন দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, ২৪'র গণঅভ্যুত্থানে যুবকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুবকরা সব সময়ই এগিয়ে এসেছে। ৩৬ জুলাইয়ের বীরত্বগাথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়েছে। কিন্তু ২৪'র জুলাই বিপ্লবের পর রাজনৈতিক অনৈক্য জাতিকে হতাশ করেছে।
শহিদী কাফেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সবচেয়ে নির্যাতিত মজলুম সংগঠন। নানামুখী ষড়যন্ত্র ও জুলুমের পরও থেমে যায়নি, কখনো থামবে না। মাওলানা মুবিনুল হক চৌধুরীর কথা স্মরণ করে তিনি বলেন, এ আসন জামায়াতে ইসলামীর৷