সৈয়দ শিবলী ছাদেক কফিল: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর কার্যক্রম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ২৪ আগস্ট সম্পন্ন হয়েছে। ১৯ থেকে ২৪ আগস্ট সপ্তাহব্যাপী কর্মসূচির মূললক্ষ্য ছিল মৎস্য সম্পদের উন্নয়ন, সম্প্রসারণ, সংরক্ষণ ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করা।
এবারের প্রতিপাদ্য ছিল “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”। মৎস্য সপ্তাহের কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য উদ্বোধন, র্যালী, আলোচনা সভা, স্মারক গেঞ্জি-ক্যাপ বিতরণ, প্রচারপত্র বিলি, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, কৃতী মৎস্যচাষী সম্মাননা প্রদান, সপ্তাহের মূল্যায়ন, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্ত করণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
২৪ আগস্ট রোববার উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা অফিসার্স ক্লাবের সেক্রেটারী মো. আজাদ হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দীন। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান। সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহাম্মদ।
এতে মৎস্য দপ্তরের মাঠ কর্মকর্তা সোলতান আহমদ, অফিস সহকারী রিজন কান্তি বড়ুয়া, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক খালেদ রায়হান, সাংবাদিক আমিনুল ইসলাম রুবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, মৎস্য চাষী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply