আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত


সৈয়দ শিবলী ছাদেক কফিল: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে চন্দনাইশে ১২ আগস্ট মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও সনদপত্র বিতরণ ইত্যাদি। দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।

বেলা সাড়ে ১০টায় এক র‌্যালি উপজেলা পরিষদ সম্মুখস্থ সড়ক প্রদক্ষিণের পর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ও উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দীনের সভাপতিত্বে ও অফিস সহকারী শোভিত কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আয়ুব খান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আজিজ আহমদ, খাদ্য দপ্তরের মিঠুন চৌধুরী, প্রশিক্ষিত যুব মহিলা রৌশনআরা বেগম, প্রশিক্ষিত যুব আত্মকর্মী মোহাম্মদ ফয়সালসহ, প্রশিক্ষিত যুব- যুবমহিলা, যুব সংগঠন প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপজেলা উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী।

সভার শেষপর্যায়ে প্রধান অতিথি উপস্থিত যুবসহ সকলকে শপথবাক্য পাঠ করান এবং ঋণের চেক ও প্রশিক্ষিত যুবদের সনদপত্র প্রদান করেন।

পূর্বের বছরগুলোতে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন হলেও বাংলাদেশে জাতীয় যুব দিবস পালন করা হত ১ নভেম্বর। এবছর সরকার ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আন্তর্জাতিক যুব দিবসের সাথে জাতীয় যুব দিবসও ১২ আগস্ট পালন করা হয়। এতে সময়, অর্থ ইত্যাদি সাশ্রয় হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর