সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক এক অবহিতকরণ সভা ২১ মে বুধবার অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় ব্র্যাক- স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা। সঞ্চালনা করেন ব্র্যাক- স্বাস্থ্য কর্মসূচির এসপিও মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: আবু রাশেদ মোঃ নুরুদ্দিন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. দীপন দেবনাথ, চন্দনাইশ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ধর্মীয় নেতা, এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মুক্ত আলোচনায় অংশ নেন স্বাস্থ্য পরিদর্শক তরুণ সরকার, এনজিও প্রতিনিধি নুরুল হক, ডা. প্রসেনজিৎ চৌধুরী, মাওলানা মুহাম্মদ শহিদুল আলম, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক আরাফাত হোসেন এসএসএন জাহানারা বেগম প্রমুখ।
অবহিতকরণ সভায় জলবায়ু-সংবেদনশীল রোগ, যেমন- ভেক্টর-বাহিত রোগ (ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা), যক্ষ্মা- হাঁপানি, পানিবাহিত রোগ, জলবায়ু-সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি (মানসিক স্বাস্থ্য সমস্যা, চর্মরোগ, ডুবে যাওয়া, সাপের কামড়), প্রজনন-মা ও শিশু স্বাস্থ্য সমস্যা, তাপমাত্রাজনিত স্বাস্থ্য সমস্যা, নন কমিউনিকেবল ডিজিজ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও প্রকল্প কৌশল এবং কার্যক্রম বিষয়েও আলোচনা করা হয়।
Leave a Reply