আজ ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জনসংখ্যা দিবস পালিত


চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলায় ১৪ জুলাই সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও জয়শ্রী দাশ রুম্পার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। বিশেষ আলোচক ছিলেন কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। এর আগে এক সংক্ষিপ্ত র ্যালি ও জনসাধারণের মাঝে প্রচারপত্র বিলি করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল “একটি ন্যায্য এবং আশাবাদী পৃথিবীতে তাদের পছন্দের পরিবার তৈরি করতে তরুণদের ক্ষমতায়ন”।

এবার চন্দনাইশ উপজেলায় দায়িত্ব পালনে কৃতিত্বের জন্য পাঁচজন কর্মজীবিকে বিশেষ পুরষ্কার দেয়া হয়। ইউএনও এবং ইউএফও পুরষ্কার হিসেবে তাঁদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। পুরষ্কারপ্রাপ্তরা হলেন (১) শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বৈলতলী- শ্যামল কুমার দাশ, (২) শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, সাতবাড়িয়া- শাহানা ফেরদৌসী, (৩) শ্রেষ্ঠ পরিকল্পনা পরিদর্শক, সাতবাড়িয়া- মো: কুতুব উদ্দিন, (৪) শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, হাশিমপুর- রানু আক্তার ও (৫) শ্রেষ্ঠ সেবা কেন্দ্র- ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, হাশিমপুর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর