চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে দুইদিন ব্যাপী শুরু হয়েছে বার্ষিক বহিঃ ক্রীড়া প্রতিযোগিতা


চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গাছবাড়ীয়া সরকারি কলেজের আয়োজনে দুইদিন ব্যাপী বার্ষিক বহিঃক্রীড়া প্রতিযোগিতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে দুইদিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত।

বিশেষ অতিথি ছিলেন গাছবাড়ীয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া।

বার্ষিক বহিঃক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল্লাহিল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্ষিক আন্তঃক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দীন, সহযোগী অধ্যাপক মো. ইলিয়াছ মিয়া, সহযোগী অধ্যাপক ড. সৌমেন বড়ুয়া, ড. মাসুমা বেগম, সাফিয়া বিনতে শফি, সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান ছরওয়ার, প্রভাষক উজ্জ্বল বড়ুয়া, প্রভাষক বাহা উদ্দিন, প্রভাষক নুপুর শর্মা, প্রভাষক কেফায়েত উল্লাহ সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত বলেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে কোন সহশিক্ষা কার্যকক্রম বিশেষত: ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়।’##


Related posts

৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

Chatgarsangbad.net

এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চন্দনাইশ দোহাজারীতে প্রীতি সমাবেশে বক্তারা- সুন্নীরা ইসলাম ও দেশের অতন্দ্র প্রহরী

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment