চন্দনাইশে গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা অধীনস্থ চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব মোঃ কামরুদ্দীন সবুজ এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে চট্টগ্রাম দক্ষিণ জেলা অধীনস্থ গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে মোহাম্মদ সুয়াইবকে সভাপতি, আরিফুর রহমান সাহেদকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ নুরু উদ্দিন ও মিরাজ চৌধুরীকে সহ-সভাপতি, মোহাম্মদ আশিক উল্লাহকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ আল আমিনকে সিনিয়র যুগ্ম সম্পাদক, আকিফুর ইসলাম রাকিব ও সহিদুল ইসলাম সোহাগকে যুগ্ম সম্পাদক, সানজিদা সুলতানাকে সাংগঠনিক সম্পাদক ও ছৈয়দুর জামান রাসেলকে সহ-সাংগঠনিক সম্পাদক করে এই আংশিক কমিটি অনুমোদন করেন।

ওইদিন বিজ্ঞপ্তিতে ৩০ দিনের মধ্যে আংশিক কমিটি পূর্ণাঙ্গ করে চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদলের দপ্তরে জমা দিতে বলা হয়।


Related posts

পূর্ব কাটগড় নতুন পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও এবাদতখানার শুভ উদ্বোধন আজ

Chatgarsangbad.net

ফ্যামেলি হেলথ কেয়ার হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Chatgarsangbad.net

মণ্ডপে সাজসজ্জা আর ভক্তির ছোঁয়া, আনোয়ারায় শুরু দুর্গোৎসব

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment