চন্দনাইশে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় অভিযান, চার দোকানিকে জরিমানা


চন্দনাইশ প্রতিনিধিঃ

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় চার দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু তাহের, চন্দনাইশ থানা পুলিশের সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


Related posts

বন্যায় দূর্গতদের ত্রাণ বিতরণ করেছেন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদ

Chatgarsangbad.net

সদরের খরুলিয়ায় জামায়াত নেতা ভাই চোরাই মালামাল সহ জনতার হাতে আটক

Md Maruf

বরমায় বিভিন্ন সংগঠনে মোহামেডানের ক্রীড়া সামগ্রী বিতরণ

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment