সৈয়দ শিবলী ছাদেক কফিল: স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে “ভয় করব জয়, আলোকিত হবো বিশ্বময়” শ্লোগান নিয়ে চন্দনাইশে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে ১৭ মে শনিবার তৃতীয়বার সম্পন্ন হলো গণিত অলিম্পিয়াড। চন্দনাইশ সদরস্থ কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় চন্দনাইশ গণিত অলিম্পিয়াড -২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।
৯টা থেকে এক ঘন্টার গণিত পরীক্ষায় তিন ক্যাটাগরিতে চন্দনাইশ উপজেলার ৪২টি স্কুল, কলেজ ও মাদরাসার পাঁচশত জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। তন্মধ্যে বিশজনকে সম্মাননা পদক ও আকর্ষণীয় পুরষ্কার দেয়া হয়। প্রথম পুরস্কার ল্যাপটপসহ তিনজনকে টপ-ত্রি পুরষ্কার দেয়া হয়েছে। অংশগ্রহণকারী প্রত্যেককে টি-শার্ট, সার্টিফিকেট, সকালের নাস্তা ও দুপুরের খাবার ইত্যাদি দেয়া হয়। এছাড়াও “এসো চন্দনাইশকে জানি” কুইজ প্রতিযোগিতা, রুবিকস কিউব এবং প্রশ্নত্তোর পর্বেও পৃথক পুরস্কার প্রদান করা হয়।
দিনব্যাপী গণিত নিয়ে ছিল রোবট শো, এভারেস্ট বিজয়ের গল্প, যাদু প্রদর্শনী, নৃত্য, সংগীত, ফ্রি-স্টাইল ফুটবল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। গণিত অলিম্পিয়াড আয়োজনে স্বপ্নবিলাস বিদ্যানিকেতনকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও চন্দনাইশ মিডিয়া ক্লাব- চট্টগ্রাম।
বিকেলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সমিতি- চট্টগ্রামের সভাপতি ও জেএমজি ফার্নিচার্সের এমডি মাকসুদুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক প্রকৌশলী সকাল রায়, এভারেস্ট বিজয়ী বাবর আলী, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, শিল্পোদ্যোক্তা দিদারুল রশিদ কাজেমী, সোমালিয়ার জলদস্যুরদের হাত থেকে মুক্তি পাওয়া; বহুল আলোচিত নাবিক ক্যাপ্টেন আতিক উল্লাহ খান ও চন্দনাইশ পৌর নির্বাাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন। স্বাগত বক্তব্য রাখেন মো. সাইফুদ্দীন। সভাপতিত্ব করেন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের সভাপতি আনিসুর রহমান।
বিজয়ী ২০ জনই জাতীয় পর্যায়ে “স্পেশাল গণিত ক্যাম্পে” অংশগ্রহণের সুযোগ এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের গণিত অলিম্পিয়াডে সরাসরি অংশগ্রহণ করতে পারবে।
Leave a Reply