চন্দনাইশে কোরবানিতে বিক্রির জন্য পালন করা ৩ গরু এক রাতেই চুরি


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে রাখা তিনটি গরু একরাতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২ জুন) গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড মধ্যম গাছবাড়িয়া জান মোহাম্মদ পাড়া এলাকার একটি গোয়াল ঘর থেকে এ চুরির ঘটনাটি ঘটেছে।

চুরি হওয়া গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা উপরে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম কৃষক আবুল কালাম (৭০) ।

জানা গেছে, সোমবার গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম গাছবাড়িয়া জান মোহাম্মদ পাড়া কৃষক আবুল কালামের টিনশেড গোয়াল ঘরের ঢুকে চোরের দল। তারা ওই গোয়ালঘরের দরজার শিকল কেটে টিনশেড গোয়ালঘরে প্রবেশ করে। পরে গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। গরু ৩টি আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকার উপরে।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গরু চুরির বিষয়ে মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে
পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Related posts

চন্দনাইশের দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন ১৭ জুলাই

Chatgarsangbad.net

চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা!

Shahidul Islam

আনোয়ারায় শেষ সময়ে নির্বাচনের প্রস্তুতি

Chatgarsangbad.net

Leave a Comment