চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে কৃষকের ১টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বরকল ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড
হামজা খলিফার বাড়ি এলাকায় মো. আমির খাঁ এর গোয়ালঘরে এই ঘটনা ঘটে। চুরি হওয়া গরুটির আনুমানিক মূল্য প্রায় ৮৫ হাজার টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্ত ব্যক্তির মো. আমির খাঁ। তিনি ঐ এলাকার মৃত নুর আহম্মদের ছেলে।
ভুক্তভোগী মো. আমির খাঁ এর ছেলে মোঃ ইব্রাহীম বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘরে ঘুমিয়ে পড়ি। রাত ১২টার সময়ও ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গরু দেখতে পাই। রাত ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। গরুটির বাজার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা। গোয়াল ঘরের তালা ভেঙে কে বা কারা গরুগুলো চুরি করে নিয়ে গেছে। গরু চুরির বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। এরপর ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেন।
ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার এএসআই মনসুর গরু চুরির বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য বলা হয়।
Leave a Reply