সৈয়দ শিবলী ছাদেক কফিল: চট্টগ্রামের চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৪ আগস্ট ২০২৫, রোববার অনুষ্ঠিত হয়। এতে ২৮৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেস্ট, ব্যাগ ও পুরষ্কার সামগ্রী প্রদান করা হয়।
সুচিয়াস্থ গ্রীনভিউ কনভেনশন সেন্টারে চন্দনাইশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সেক্রেটারি রূপন কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ বাদশাপাড়া আবু বক্কর ছিদ্দিক (রা.) মাদরাসার প্রতিষ্ঠাতা ও জামুনা এক্সেসরিজ (এইচকে) কোম্পানীর সিইও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ জাফর আলী। প্রধান আলোচক ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, চাগাচর মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নক্সবন্দী, চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলশাদ বেগম ও এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি মো. আবু সৈয়দ।
এতে চন্দনাইশ কিন্ডারগার্টে এসোসিয়েশনের কর্মকর্তা সর্বশিক্ষক মো. মোজাম্মেল হক, মাওলানা রুহুল আমিন, খাইরুল ইসলাম রুবেল, মোহাম্মদ জাফর, মোহাম্মদ রায়হান, মাওলানা ওসমান গনি, মুজিবুর রহমান, মোহাম্মদ মিজান, মাওলানা এমরানুল হক, মুন্নি আকতার, রেজিয়া বেগম প্রমুখসহ সংশ্লিষ্ট শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply