চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা "কারিতাস"- চন্দনাইশ কার্যালয়ে "এসো, বিশ্বাস ও আশায় একসাথে যাত্রা করি" শ্লোগান নিয়ে ত্যাগ ও সেবা অভিযান-২০২৫ উপলক্ষ্যে এক অনুষ্ঠান ১৪ মে বুধবার অনুষ্ঠিত হয়।
এরিয়া ম্যানেজার শ্যামল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচক ছিলেন কর্ণফুলী উপজেলার মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সুমন কস্তা সিএসসি, পূর্ব সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত চক্রবর্তী, সাতবাড়িয়া শাহ্ আমানত দাখিল মাদরাসার সহ. সুপার মাওলানা মুহাম্মদ আহম্মদ হোছাইন, হাসিমপুর সুনন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রী জ্যোতি ভিক্ষু। উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও ব্রাদার বর্ষণ কোড়াইয়া সিএসসি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাসের কর্মকর্তা কৃষ্ণা চক্রবর্তী, মং মং সিং মারমা, মনোয়ারা বেগম, শেফালী বড়ুয়া, দিলুয়ারা বেগম, মিশর চাকমা, মো: হাসান আলী।
পরে উপস্থিত সকলের অংশগ্রহণে "দান সংগ্রহ" অভিযান পরিচালিত হয়। কারিতাসে লং সার্ভিস এওয়ার্ড গ্রহণ করেন ক্রেডিট অফিসার অংছাহ্লা চাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রজনন ও শিশুস্বাস্থ্য প্রকল্পের সহকারী মাঠ কর্মকর্তা জসিস্তা দাশ। গান পরিবেশনা করেন দেওয়ানহাট শাখার ক্রেডিট অফিসার রিংকু চৌধুরী।
ত্যাগ ও সেবা কাজ সম্পর্কে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সচেতন করা এবং দেশের দরিদ্র, দুঃস্থ ও বঞ্চিত প্রতিবেশী ভাইবোনদের জন্য দান করতে সকলকে অনুপ্রাণিত করার লক্ষ্যে কারিতাস বাংলাদেশ প্রতি বছর ত্যাগ ও সেবা অভিযান পরিচালনা করছে। ত্যাগ ও সেবা অভিযান ১ মার্চ ২০২৫ হতে শুরু হয়েছে যা ৩১ মে ২০২৫ খ্রিঃ পর্যন্ত চলমান থকবে।