চন্দনাইশে এক রাতেই তিন গরু চুরি


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে একরাতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড হাছনদন্ডী নাছির মাষ্টারের বাড়ী এলাকার দুইটি বাড়ির গোয়ালঘর হতে চুরির ঘটনাটি ঘটেছে।

চুরি হওয়া গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম জলিল আহমদ মুন্সি ও মো: এমদাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড হাছনদন্ডী নাছির মাষ্টারের বাড়ী এলাকার পৃথক ২টি গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এখানে একটি গরু হযরত ইদ্রিস (র.) এর বার্ষিক ফাতেহা শরীফের জন্য কিনে আনা হয়েছে।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গরু চুরির বিষয়ে স্থানীয়দের থেকে শুনতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Related posts

সাইফুল হত্যার বিচারের দাবিতে কক্সবাজারে আইনজীবীদের বিক্ষোভ

Chatgarsangbad.net

জেলের জালে ১৬০ কেজি ওজনের বিরল পাখিমাছ

Shahidul Islam

চন্দনাইশে বিএনপি নেতাদের ৩১ দফার লিফলেট বিতরণ

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment