আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে একই পরিবারের ২ জন কে অপহরণ, রুদ্ধশ্বাস সেনা অভিযানে উদ্ধার


নিউজ ডেস্ক ।। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের তিনজন বাসিন্দাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে মুক্তিপন দাবী করে ৬/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী। তবে সন্ত্রাসীদের শেষ রক্ষা হয়নি, সেনাবাহিনীর দ্রুত অভিযানে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা দিকে এ অপহরণের ঘটনাটি ঘটে।অপহৃতরা হলেন— ওই এলাকার মো. হারুন (৭০) এবং তার দুই ছেলে নোমান (২০) ও মাঈম (১৫)।স্থানীয় সূত্রে জানা যায় যে, চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ (সওদাগর পাড়া) এলাকার চাইলাছড়ি নামক স্থান থেকে অজ্ঞাত ৬/৮ জন সশস্ত্র সন্ত্রাসী তিন গ্রামবাসীকে অপহরণ করে। অপহৃতদের মধ্যে একজনকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ এনে দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়, বাকি দুইজনকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়।ফিরে আসা ওই ব্যক্তি বিষয়টি চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পে জানালে সেনাক্যাম্প থেকে ঘটনার তাৎক্ষনিক অনুসন্ধান করে অভিযানের পরিকল্পনা করা হয়।ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ৩৬ সদস্যের একটি দল সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি এবং ছইল্লাছড়ির বিস্তির্ণ এলাকাজুড়ে অপারেশন পরিচালনা করে।সন্ত্রাসীদের আস্তানা তিন দিক থেকে ঘেরাও করার পর সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃত দুই কিশোরকে রেখে পালিয়ে যায়। সেনাবাহিনী পরবর্তীতে তাদের উদ্ধার করে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করে।উল্লেখ্য, এ এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা চলছিল। তবে আজকে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে অপহৃতদের উদ্ধার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর